লালমনিরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

0
9

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ৩০ আগস্ট (সোমবার) বেলা ১১:০০ টায় হিন্দু ধর্মীয় কল্যাণ টাস্ট লালমনিরহাটের আয়োজনে স্থানীয় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্বরে অনুষ্ঠিত হয় যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

লালমনিরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
লালমনিরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

অনুষ্ঠানের শুরুতেই শ্রীশ্রী গীতা থেকে পাঠ এবং বর্তমান কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে আশুমুক্তি লাভ সহ সারা বিশ্বের মানব কল্যাণে সৃষ্টিকর্তার কাছে সমবেত প্রার্থনা করা হয়। আলোচনা করেন প্রধান অতিথি মো: আবু জাফর জেলা প্রশাসক, বিশেষ অতিথি অ্যাডভোকেট মো: মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ লালমনিরহাট,

পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, সাধারণ সম্পদক প্রদীপ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায় ও সাধারণ সম্পদক অবিনাশ রায়।

সভাপতিত্ব করেন মো: আতাউর রহমান সহকারী প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাট।Vঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুন কুমার রায় সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিহাট জেলা শাখা। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ভক্তগণ উপস্থিত ছিলেন। উল্লেখ সন্ধ্যা ৭:৩০ মি: অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ।