রাঙ্গামাটির বরকলে চিকিৎসকের অবহেলায় উপজাতি শিশুর মৃত্যু

1
42

আরিফুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:  আজ রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সদর হাসপাতালে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙ্গামাটির বরকলে চিকিৎসকের অবহেলায় উপজাতি শিশুর অপমৃত্যু

এবিষয়ে বাচ্চার বাবা মংবুই মারমা জানান, আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে বলে অত্র হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।শুরু থেকেই আমরা কখোনো কোন ডাক্তার পাই নাই। একজন মেডিকেল সহকারী মাঝে মাঝে এসে বাচ্চাকে স্যালাইন লাগািয়ে দিয়ে যেত।

প্রথম দিন থেকে শ্বাসকস্ট থাকার পরেও আমরা শুধু আজকেই দুবার গ্যাস পেয়েছি।বাচ্চার অবনতি ঘটতে দেখে আমরা রাঙ্গামাটিতে নিতে চাইলে তারা আমাদের যেতে দেয় নাই। এলাকাবাসী ও বিভীন্ন গোয়েন্দা সংস্থার কর্মীদের থেকে খবর নিয়ে জানা যায়,অধিকাংশ সময়েই হাসপাতালটি ডাক্তার শুন্য অবস্থায় থাকে।

রাঙ্গামাটিতে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলা জনিত মৃত্যুতে বরকলবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আর পর্যাপ্ত ওষুধের সংকটতো লেগেই থাকে।তার ওপড় অত্র হাসপাতালের মেডিকেল সহকারী ও নার্সদের ব্যবহার যথেস্ট সমীচীন নয় বলে তারা জানান।

এদিকে বিষয়টি বিশদভাবে জানার অভিপ্রায়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে অনেক চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।