কয়রায় বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি ৩জনসহ ২ টি ইজিবাইক জব্দ থানায় মামলা।

0
6

শুভ মন্ডল-নিজস্ব প্রতিনিধি :

সুন্দরবনে মাছ ধরা সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেও সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার করে বিক্রয়ের উদ্দেশ্যে নেওয়ার পথে ২০০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি, ১ টি বিষের বোতল, ২টি ইজিবাইকসহ ৩ জনকে আটক করেছে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হলেন

১। তরিকুল ইসলাম (২৭), ২। আবুল হাসান (২৪), ৩। আবু সিদ্দিক (২৪)।

জানা গেছে, ৮ আগস্ট মঙ্গলবার সকাল ৭.৩০ টার দিকে কয়রা থানার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এস আই পাইক দেলোয়ার হোসেন(নিঃ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬নং কয়রা শাকবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে কয়রা থানায় ৬ জনকে আসামীকে করে কয়রা থানায় নিয়মিত মামলা হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে।চিংড়িসহ আটক ও মামলা ও হয়েছে থানায়। বেশ কিছুদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা লক্ষ্য করা গেছে। তিনি আরও কয়রা বাজারের এক শ্রেণির অর্থলোভী মৎস্য ব্যবসায়ী ও কোম্পানী নাম ধারী মৎস্য ব্যবসায়ীরা দুর্বৃত্তদের ও অসাধু জেলেদের হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারে পাঠাচ্ছে। বিষ দিয়ে মাছ ধরা ও সকল অপরাধ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে৷