
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে জাল ফেলে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা গ্রামের জেলে খিরুরাম দাসের জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে।
স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করেন খিরুরাম দাস। পরে ওই মাছ ব্যবসায়ী ১৮ হাজার ৬শ টাকায় মাছটি বিক্রয় করেন।
জেলে খিরুরাম দাস দৈনিক অধিকারকে বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরের দিকে ব্রহ্মপুত্র নদে বড় মাছ ধরতে জাল ফেলি। জাল ফেলার কিছুক্ষণ পরেই বোয়াল মাছটি জালে আটকা পরে। এত বড় মাছ পেয়ে আমি ভীষণ খুশি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে ১৬ হাজার টাকায় মাছটি বিক্রয় করি।
এ দিকে, মাছটির ক্রেতা ধনেশ্বর জানান, আমি মাছটি ১৬ হাজার টাকায় কিনে পরে সেটি থানাহাট বাজারে ১৮ হাজার ৬শ টাকায় বিক্রি করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান দৈনিক অধিকারকে জানান, ইদানিং বড় মাছ খুব একটা দেখা যায় না। এরকম বৃহৎ আকৃতির মাছ ধরা পড়ার মতো ঘটনা জেলে ও ক্রেতাদের জন্য আনন্দের খবর বয় আনে।