নওগাঁয় সড়ক দূঘটনায় বৃদ্ধের মৃত্যু

0
52

নওগাঁয় নওগাঁ হতে থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তমিজ উদ্দীন (৮৫) বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত তমিজ উদ্দীন একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলার মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে এ দূঘটনা ঘটে। নওহাটা ফাঁড়ি পুলিশ ও স্থানিয় সুত্রে জানাগেছে, ঘটনাস্থলে বৃহস্পতিবার দুপুর ১২টায় সড়ক পারাপারের সময় চিকিৎসক তমিজ উদ্দীন (৮৫) কে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চাপাদিয়ে পালিয়ে যায়। এসময় জীবিত আছে মনে করে স্থানিয়রা তরিঘড়ি করে চিকিৎসক তমিজকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে নিশ্চিত হয়ে মাঝ পথ থেকে চিকিৎসকের
মৃতদেহ তার গ্রামের বাড়ি মহাদেবপুর
উপজেলার ভীমপুর গ্রামে নিয়ে আসে।
চিকিৎসক তমিজ উদ্দীন (৮৫) দীর্ঘদিন ধরে
নওগাঁ জেলা শহরের তুলাপট্টি মহল্লায় তার
চেম্বারে দাঁতের চিকিৎসা দিয়ে
আসছিলেন বলেও স্থানিয়রা জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ
ফাঁড়ির এটি এস আই শামিম জানান,
দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে
ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করা
হয়েছে। ঘাতক যাত্রীবাহী বাসটি নিয়ে
চালক পালিয়েছে, চিকিৎসকের মৃতদেহ তার
দেশের বাড়ি ভীমপুর গ্রামে নিয়েছে তার
স্বজনরা জানিয়ে তিনি আরো জানান,
মৃতদেহ উদ্ধার ও মামলার পস্তুুতি চলছে।