রাঙ্গামাটির বরকল উপজেলায় বেড়েছে অবৈধ ভারতীয় সিগারেট ব্যবসা

0
3

মোঃমিরাজ হাসান,, বরকল উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় বিভিন্ন এলাকা ও বাজারে ক্রয়+বিক্রয় হচ্ছে ভারতীয় সিগারেট।
যা ক্রয় + বিক্রয় করার অনুমতি বাংলাদেশ সরকার দেয়নি।
কিন্তু বরকল উপজেলার প্রায় সব গুলো বাজারেই ক্রয়,বিক্রয় করতে দেখা যায় এই অবৈধ ভারতীয় সিগারেট।যার শুল্ক ও কর কিছুই পাচ্ছেনা বাংলাদেশ সরকার।
এবং অনেকটা কম দামে ক্রয়,বিক্রয় হচ্ছে এই ভারতীয় অবৈধ সিগারেট।যার কারনে কমে যাচ্ছে দেশীয় সিগারেটের গ্রাহক।

কলাবুনিয়া বাজার উপদেষ্টা কমিটির কাছে এই বিষয় নিয়ে জানতে চাইলে তাঁরা বলেন,আমাদের বাজারে হাটের সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুম আসে,অনেক প্রজাতির মালামাল নিয়ে।তবে একটা সময় আমাদের বাজারে এসব অবৈধ সিগারেট বিক্রয় হতো!
যেমনঃ
wing,V,golden alifent,foster এবং আরাে নাম অজানা সিগারেট।
তবে এখন আর এসব অবৈধ সিগারেট আমাদের বাজারে বিক্রয় হয়না।
কারন আমরা বাজারের প্রত্যেকটা দোকদারকে নিষেধ করে দিয়েছি এসব মামালা ক্রয়,বিক্রয় হতে বিরত থাকতে।

এবং বাজার উপদেষ্টা কমিটি আরো বলেন,কলাবুনিয়া ব্যতিত প্রায় সব দোকান ও বাজারে এসব অবৈধ মালামাল ক্রয়,বিক্রয় হয়।বিশেষ করে ভুষনছড়া বাজার হতে উপরে,এবং পাহাড়ের ভিতর যেসব দোকান পাট রয়েছে সেখানে এসব সিগারেট পাওয়া যায়।এবং এসব অবৈধ সিগারেট পাহাড়ীরাই ভারত বাংলাদেশের বর্ডার পার করে বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকেন!
তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি যাতে তাঁরা এর একটা ব্যাবস্থা গ্রহন করেন।তা না হলে দেশীয় সিগারেটের গ্রাহক দিন,দিন কমে যাবে।