একাত্তরের পর কোনো প্রেসক্লাবের উপর হামলা যেনো এক নজিরবিহীন ইতিহাস: ফরিদা ইয়াসমিন

0
7

#ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : হরতালের সময় হেফাজতের তাণ্ডবে হামলা-ভাঙচুরের শিকার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। আজ ২ এপ্রিল শুক্রবার দুপুরে পরিদর্শনের পর প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি তার সহ সাংবাদিকদের উপর হেফাজতের কর্মী- সমর্থকদের হামলার ঘটনার বিবরণ দেন। সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রেস ক্লাবে হামলার বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন।

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলার ঘটনা মেনে নেয়া যায় না, সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকতে পারে না।

এটি আমাদের সবার ওপরই আঘাত। ১৯৭১ সালে জাতীয় প্রেস ক্লাবে গোলা নিক্ষেপ করা হলে সাংবাদিক ফয়েজ আহমেদ আহত হয়েছিলেন। এরপর দেশের আর কোনো প্রেস ক্লাবে হামলার কথা শোনা যায়নি।’

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ খান যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, নির্বাহী সদস্য আইয়ুব ভূঁইয়া, সৈয়দ আবদাল আহমেদ, রেজানুর রহমান, শাহনাজ বেগম পলি ও শাহনাজ সিদ্দীক সোমা, সিনিয়র সদস্য জাহাঙ্গীর খান বাবু এবং জালাল আহমেদ সহ স্থানীয় অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।