শিবরাত্রি ব্রত পালিত

0
16

প্রান্ত সরকার, দৌলতপুর প্রতিনিধি, খুলনা।
দৌলতপুর সরকারি ব্রজোলাল কলেজের মন্দির কমপ্লেক্স এবং পাবলা কালীবাড়ি মন্দিরে শিবরাত্রি ব্রত উদযাপিত হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ব্রত বলা হয়ে থাকে এই শিবরাত্রি ব্রতকে। সাধারণত মেয়েরা এই ব্রত করে থাকে তবে মহিলাদের এবং ছেলেদের এই ব্রত করতে দেখা যায়।
সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন এই দিনে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিলো, আরো জানা যায় এইদিন মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। ব্রতের আগেরদিন ব্রতচারী/চারিণীরা নিরামিষ আহার করেন এবং ব্রতের দিন ও সারারাত উপবাস থেকে শিবের প্রতিক স্বরূপ শিবলিঙ্গের মাথায় দুধ,চন্দন,ডাবের জল এবং গঙ্গাজল দিয়ে স্নান করান, তারপর বেলপাতা দিয়ে পূজা করেন,এবং পরেরদিন পারণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এইদিন মন থেকে যা প্রার্থনা করা হয় তা পূরন হয়।
ব্রজোলাল কলেজের পুরোহিতের কাছে জানতে পারলাম, চার প্রহর অর্থাৎ সমস্ত রাত পূজা হওয়ার নিয়ম থাকলেও কলেজে এক প্রহরই পূজা করা হবে। তবে বনিকপারা কালীমন্দিরে সারারাত পূজা করা হয়েছে।

শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতপুরে শিবরাত্রি ব্রত পালিত হয়েছে।