ভার্চুয়াল রিয়েলিটি 

0
19

তাসনুভা তাহীরা রিদি: ভার্চুয়াল রিয়েলিটি হলো বাস্তব নয়, বাস্তবের চেতনা উদ্রেককারী মাধ্যম।যা বর্তমানে বিভিন্ন দেশে প্রচলিত।বর্তমান বাংলাদেশে এখনও এই পদ্ধতি সহজলভ্যতা লাভ করেনি।শোনা যাচ্ছে খুব সম্প্রতি এই পদ্ধতি সহজলভ্যতা লাভ করতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এই চেতনা উদ্রেককারী মাধ্যমকে পাওয়া সম্ভবপর হতে চলেছে।

ভার্চুয়াল রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটি

এই পদ্ধতির নামকরণ করা হয়েছে “মেটা ভার্স”।সামাজিক যোগাযোগ মাধ্যমে “ফেসবুক” এর আবিষ্কার “মার্ক জুকারবাগ” মেটা ভার্সকে সুসজ্জিত করেছেন।বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির আনন্দ উপভোগ করতে কিছু অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজন হয়,যা সহজলভ্য নয় এবং ব্যয়বহুল। তবে মেটাভার্সের প্রচলন ঘটলে আমরা ঘরে বসেই বাস্তব জগতের আনন্দ উপভোগকে সম্ভাবপর করে তুলতে পারব। যা বিভিন্ন সুফল বয়ে আনবে মনুষ্য জীবনে।