রোটারি মিলিওন মাস্ক মার্চের মাস্ক বিতরন করছে রোট্যারেক্ট ক্লাব অফ ঢাকা প্যাসিফিক

0
3

সময়ের পাতা ডেস্ক:

বৈশ্বয়িক মহামারি করোনার অমিক্রণ ঢেউ চলমান, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সকলকে সচেতন করতে ঢাকা শহরের দক্ষিণখানের বিভিন্ন স্থানে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ , পথচারি, রিকশা চালক ও গরীব মানুষের মাঝে মাস্ক বিতরন করেছে রোট্যারেক্ট ক্লাব অফ ঢাকা প্যাসিফিক ।  মাস্ক স্পন্সর করেন রোটারি মিলিওন মাস্ক মার্চ প্রকল্পের থেকে  ডিস্ট্রিক রোট্যারেক্ট রিপ্রেজেন্টেটিভ এম মোস্তাফিজুর রহমান ।

মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোঃ সাঈদ আল সাবা প্রেসিডেন্ট রোট্যারেক্ট ক্লাব অফ ঢাকা প্যাসিফিক । সেক্রেটারি ইলেক্ট  মো: মনির হোসাইন সাব্বির সহ আফসানা, শাওন , আকরাম সহ নতুন সদস্যরা । এ সময় মুখে মাস্ক নিহীন পথচারিদের মুখে মাস্ক পরিয়ে দেন তারা। এবং স্বেচ্ছাসেবকরা রিকসা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন।

সমাজের বিত্তবান মানুষদের কে করোনা মহামারীর সময় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেন সংগঠনটি।