বগুড়ায় পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।বগুড়ার কাহালু উপজেলার পতনজা এলাকায় সোমবার রাত দুটার দিকে ঘটনাটি ঘটে।নিহতের পরিচয়
এখনও জানা যায়নি।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একদল সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে।এসময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে গুরুতর আহত হন অজ্ঞাত এক সন্ত্রাসী।পরে তাকে
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।