সদর প্রতিনিধি গাজীপুর,: “হাফ-পাশ চাই”
গাজীপুর সদরে তাকওয়া পরিবহন নামের মিনি বাস সার্ভিসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ হাফ ভাড়া না রাখার অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর কলেজ ক্লাবের উদ্যোগে তাকওয়া কোম্পানীর প্রত্যেক বাসে এই স্টিকার লাগানো হয়।
সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি,
প্রত্যেক কলেজের নাম সৌজন্যে লিখে এভাবেই হাফ পাশ আছে এটা প্রতিটা বাসে প্রতিষ্ঠা করে নিতে হবে।।যাতে কোন হেলপার দ্বিতীয়বার ফুল ভাড়া চাওয়ার সাহস না করে।