জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটে বাস্তব প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
3

খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত উপজেলার একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে বাস্তব প্রশিক্ষণ গ্রহন ও শিক্ষার্থী মতবিনিময় সেমিনারে অংশ নিতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জুরানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের দশম শ্রেনীর শিক্ষার্থীরা ১৯ নভেম্বর শনিবার সকালে জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটে উপস্থিত হয়।

উভয় প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের শিক্ষার্থীরা বাস্তব প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় করে এবং একত্রে বিভিন্ন প্রকৌশল বিষয়ে পর্যবেক্ষন করে।

পরে শিক্ষার্থীদের নিয়ে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও বিস্তার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-সচিব ড. জাকারিয়া আব্বাসী।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার ও গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ও পরিক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী নূরে আলম হোসেন।

জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত সেমিনারে সভাপত্বিত করেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মামুন শরিফ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর টেকনোলজি অব সিভিল, টেকনোলজি অব ইলেকট্রিক্যাল ও টেকনোলজি অব কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর এবং জুরানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ।

সভা শেষে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা হলি ডে ভিলেজ পার্কে শিক্ষার্থীদের আনন্দন ভ্রমন করানো হয়।