

বাচ্চু মিয়া উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী ডুবুরী দল গাড়াদহ নদীতে এক ঘণ্টা চেষ্টার পর আসাদুল (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যার পর আসাদুল ও বাচ্চুসহ ৬ জন বেজগাঁতী ব্রীজের পাশে জুয়া খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ২ জন পুলিশের পোশাকধারীসহ কয়েকজন সাদা পোশাকধারী মুখে কাপড় বেধে তাদের ধাওয়া করে। এ সময় জুয়া খেলতে বসা ৬ জনই গাড়াদহ নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে ৪ জনকে আটক করার পর ছেড়ে দেয় অজ্ঞাত মুখ বাধা ওই বাহিনী সদস্যরা। এছাড়া দুই জন নিখোঁজ ছিল।