
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে এক যুবককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত যুবক উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে রুকনুজ্জামান সরকার ও তার স্ত্রী মরিয়ম আক্তার। পরে এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত সফিউদ্দিন সরকারের ছেলে শাহীন কামল ও তার সহোদভাই আমিনুল ইসলাম । জামাল উদ্দিনের ছেলে রায়হান, আফসার উদ্দিন (৬৮) জামাল উদ্দিন (৬৩)সহ অজ্ঞাত ২/৫ জন। হামলার বিষয়ে ভুক্তভোগী রুকুনুজ্জামন এর বড় ভাই আক্তারুজ্জামান সরকার বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হামলাকারীরা কমপক্ষে ৮ থেকে ১০ জন ধারালো চাপাতি নিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালিয়ে আমার ছোটভাই রুকুনুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ধারালো চাপাতির আঘাতে আমার ভাইয়ে পেটের নাড়ীভুঁড়ি বের হয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসামিরা পালিয়ে যায়।
প্রতিবেশী হাফিজ উদ্দিন বলেন, এমন ভাবে একজন মানুষকে কুপিয়ে আহত করতে পারে এটা না দেখলে বিশ্বাস হবে না। শরীরের একটু জায়গা বাকি রাখেনি কুপানো ছাড়া। হামলার ঘটনায় বিষয়ে অভিযুক্ত শাহীন বলেন, গতকাল মঙ্গলবার আমরা দুই ভাই বাজার থেকে ফেরার পথে ওঁরা আমাদের উপর হামলা চালায়। এরপর আমরা প্রতিরোধ করি। ওঁরা আমার ছোটভাইয়ের হাত ভেঙে দিয়েছে। তাদের চাপাতি দিয়ে আমাদেরকে আঘাত করার সময় সেই আঘাত রুকুনুজ্জামানের শরীরে লাগে তাতে সে আহত হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।