গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত

0
28

রাজীব প্রধান, গাজীপুরঃ-গাজীপুরের জেলা প্রশাসক ( ডি সি) এস এম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্য মতে জানা যায় গত ১৮ ফেব্রুয়ারি তিনি তার সহকর্মী ও স্টাফ দের নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং করুনার প্রথম ডোজ গ্রহণ করেন।

এ বিষয়ে ডিসি এসএম তরিকুল ইসলাম বলেন,আমি করুণা টিকা গ্রহণের ৪৮ দিনের মাথায় নিজের শারীরিক অবস্থার অবনতি লক্ষ করতে পারি, যেমন খুসখুসে কাশি শরীর ব্যথা সহ জ্বর অনুভব করি। এ

বং রাতে ঘুমানোর সময় প্রচন্ড শ্বাসকষ্ট অনুভব করি। করুনার প্রাথমিক লক্ষণ গুলো আমার মাঝে বিদ্যমান হওয়াতে, গেলো রবিবার করুণা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে দেই, পরদিন ৫ এপ্রিল সোমবার ফলাফলে, করোনা সংক্রমিত হবার বিষয়টি পরিলক্ষিত হয়েছে। জনাব এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের কোভিড-১৯ বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

তার দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি গাজীপুরবাসীর কাছে দোয়াপ্রার্থী।