আত্রাইয়ে ইয়াবা সহ আটক-৯

0
47

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৯ জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার আটককৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো শহিদুল ইসলাম (৪৪), সারোয়ার আলম ওরফে সোহাগ (৩০), শরিফুল ইসলাম (৩২), সোহেল রানা (২৮), রহমত আলী (৫৫), মোঃ আব্দুল হান্নান (৪২), হেলাল উদ্দিন (৩১), সাজু (৩২), বিমল পাল (৫০)। তাদের সকলের বাড়ি উপজেলার বিভিন্ন স্থানে।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।