করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের

0
21

এস এম ইমাদ আহমদ :: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৯২ হাজারের কাছাকাছি। করোনার ছোবলে প্রাণ গেল আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের

গেল ক’দিনের মতো বুধবারও মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ছিল ব্রাজিল। করোনায় দেশটিতে গেল পাঁচ দিনেই ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২৪ ঘণ্টায় ১২শ’র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি সাড়ে ৫ লাখ ছাঁড়াল।

এদিন রাশিয়া-ইতালি-পোল্যান্ডে দৈনিক ৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করা হয়। এছাড়া, ফ্রান্স-স্পেন-জার্মানিতে বুধবার মারা যান আড়াইশ’র কাছাকাছি মানুষ। আর ভারতে মৃত্যুহার কম হলেও নতুনভাবে বাড়ছে সংক্রমণ।

সেদেশে ২৪ ঘণ্টায় সাড়ে ৩৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।