

এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:
২৭শে অক্টোবর, ২০২১। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বিদ্রোহী কবি নজরুলের স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। আজ বুধবার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে আগামী ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত পত্রে বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক নিয়োগ প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে। নবনিযুক্ত বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটাই হবে আমার প্রধান কাজ। এ সময় তিনি স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দের পাশে থাকার আহ্বান জানান। বিভাগের শিক্ষার্থী অনিক সরকার জানান, “রাকিব স্যারকে বিভাগীয় প্রধান হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত”।