নবীনদের বরণ করে নিল মৎস্যবিজ্ঞান অনুষদ

0
223

মৎস্যনবীনদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । আজ সকালের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন কার্যক্রম  শেষ হওয়ার পর দুপুর থেকে বিভিন্ন অনুষদের পক্ষ থেকে স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। বিকেল ৪ টায় মৎস্যবিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অডিটোরিয়াম ২ তে নবীনদের জন্য ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু: আবুল কাসেম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান  অনুষদের ডিন ড.  ফেরদৌস মেহবুব। উপস্থিত ছিলেন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। এ সময়  নবীনদের কে ফুল ও বিভিন্ন ধরের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয় ও  তাদের হাতে ক্লাস রুটিনও তুলে দেয়া হয় ।প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই নবীনদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, মাননীয় উপাচার্য তার বক্তব্যে  মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন , তিনি বলেন আজকের দিনের সব প্রোগ্রামের মধ্যে সবচেয়ে ভালো প্রোগ্রাম হয়েছে  এটি।নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন , তোমরা হাবিপ্রবির অন্যতম ভালো একটি অনুষদে ভর্তি হয়েছে ।তিনি যোগ করেন ,  বিশ্বের শত শত দেশের মধ্য মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, এটা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়।এ সময় তিনি বলেন সকলের সহযোগিতা পেলে আমি হাবিপ্রবিকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই   । সভাপতির বক্তব্য মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন বলেন আমাদের অনুষদে কোন সেশন জট নেই, অনুষদের সব শিক্ষক সঠিক সময়ে ক্লাস ও পরীক্ষা নিতে আন্তরিক। তিনি আশা প্রকাশ করেন নবীনরা অনুষদের সকল নিয়ম কানুন মেনে চলবে । বক্তব্যের শেষে তিনি মাননীয় উপাচার্য সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।তার পক্ষ থেকে তিনি মাননীয় উপাচার্য মহোদয়কে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ।  উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মৎস্যবিজ্ঞান অনুষদিয়   ছাত্র সমিতির সহ সভাপতি ও ছাত্রলীগ নেতা  রবিউল ইসলাম ।