রক্তযোদ্বাদের সম্মাননা সনদ দিলো হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব সংগঠন।

0
5

সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের কাশীপুরের হোসাইনী নগরে মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্বাদের উৎসাহিত করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে, সহযোগী প্রতিষ্ঠান ব্রাদার্স আইটি জোনে হয়ে গেল স্বেচ্ছাসেবী রক্তযোদ্বাদের মিলনমেলা। সংগঠক হাজি মোঃ সোহেল রানা বলেন, আমরা নতুন প্রজন্মকে ভালো কোন কাজে ব্যস্ত রাখার জন্য মানবিক সকল কাজেই সাথে রাখি এবং তাদের মাঝে সম্মাননা সনদ দিয়ে তাদেরকে উতসাহ যোগাই।
এতে করে সকলে মানবিক ও সামাজিক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখবে বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হাজি মোঃ সোহেল রানা, মোঃ সুহেল খান, রাসেল মাহমুদ রাজ, শারমিন নিলা, তানভীর হোসেন সুমন, সোহানূর রহমান হৃদয়, নুর হাফিজ রাফি,সুমন ইসলাম, আবু বকর সিদ্দিক, আল আমিন,জাহিদ আহমেদ সহ আরো অনেকে।
আরো ও উপস্থিত ছিলেন দৈনিক আজকের দেশ কন্ঠ পত্রিকার সহ-সম্পাদক মিজানুর রহমান হিরা ও বন্দর সরকারি কদম রসুল কলেজের বাংলা প্রভাষক আল মামুন।