আত্রাইয়ে মাদক মুক্ত সমাজ গড়তে মাদকসেবীদের শপথ ও স্বেচ্ছায় আত্নসমর্পণ

0
69

সময়ের পাতা,ডেস্কঃ 

নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সন্ত্রাস,জংগীবাদ, বাল্যবিবাহ,মাদক বিরোধী,মাদক সেবীদের আত্নসমর্পণ ও মাদকসেবীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলার বান্দাইখাড়া বাজার চত্বরে আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজ্জা এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ রাশিদুল হক,হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস শুকুর সরদার,হাটকালুপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃমাহবুবুল হক দুলু,হাটকালুপাড়া ইউপি সদস্য মোঃআবু তালেব জমির,বান্দাইখাড়া বাজার বনিক সমিতি সভাপতি নওযাব আলী এলাকার শতশত সচেতন জনগণ।অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল এবং শেষ পরিণতি মৃত্যু এই বিষয়ে বলেন বক্তারা আরও বলেন মাদক সমাজ কে যেমন ধংসের দিকে নিয়ে যায় তেমনি নিয়ে যায় নিজেকে।অনুষ্ঠানে এলাকার ১৪ জন মাদকসেবীরা আত্নসমর্পণ করে ওয়াদা করেন তারা জীবনে আর কোনদিন মাদক সেবন বহন এবং মাদকের ধারেকাছেও যাবেননা বলে শপথ করেন।সেচ্ছায় সঠিক জীবনে ফিরে আসায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম মোঃ ফজলুর রহমান (৫০),রানা প্রাং (৩৫),সহিদুল ইসলাম(৪০),আক্তার মন্ডল(৫২),সাগর প্রাং(৩৫),কবির(৩৪),সান্টু(৩০),বাবুল(৩০),আঃমালেক(৪৫),আজাহার(৪৫),সঞ্জয়(৪২),ফরিদ(৩০),আতোয়ার(৪০),খুরশেদ(৪০) কে ফুল দিয়ে বরণ করেন এবং ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার বলেন এদের জীবনযাপনের জন্য আমি ইউনিয়ন পরিষদ এবং এলাকার ধনাঢ্য বক্তিদের নিয়ে তাদের আর্থিক সার্বিক সহযোগিতা করব।