বিশ্বব্যাংকের ১৬ গাড়িসহ পাস বই তলবঃ শুল্ক গোয়েন্দা

0
47
অনলাইন রিপোর্টারঃ

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের ১৬টি গাড়িসহ পাস বই তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আজ বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান।বিশ্বব্যাংকের

মইনুল জানান, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১৬টি গাড়ি, কাগজপত্র ও পাস বই তলব করা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অধীনে কোরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে কাজ করেছেন। তাঁরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। বিপরীতে তাঁদের কাগজপত্র, পাস বই দেওয়া হয়েছিল।

কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তাঁরা কাগজপত্র, গাড়ি ও পাস বই হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে, গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তরের জন্য। এ বিষয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতেও কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।