বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে হাবিপ্রবির উপাচার্য

0
262

মুহিউদ্দিন নুর,দিনাজপুর প্রতিনিধিঃগত কয়েক দিনের টানা বর্ষণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রামগুলো সহ দিনাজপুরের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। রবিবার

vc sir28

বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বন্যা দূর্গতদের দেখতে সরেজমিনে সুভ্রা ও কর্ণাই এলাকা পরিদর্শনে যান। উপাচার্য মহোদয় বন্যার্তদের সাথে তাদের দুঃখ দুর্দশার বিষয়ে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। বন্যার্তদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন অতি সত্ত্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সামর্থ অনুযায়ি সহযোগিতা করা হবে। তিনি বলেন বিস্তীর্ণ এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ,পানি নেমে যাওয়ার পরও অসহায় কৃষকরা চারা অভাবে নতুন করে আর ধান লাগাতে পারবেন না তাই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে চারা রোপণ করে এসব ধানের চারা কৃষকদের মাঝে বিতরণ করবো , যেন পানি নেমে যাওয়ার পরই তারা তা রোপণ করতে পারেন। এছাড়াও আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা তা করবো ।