সারাদেশের মতো মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে

0
14

শুভ মন্ডল -নিজস্ব সংবাদ দাতা:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার পাইকগাছা এর উদ‍্যোগে সকাল ৬ টায় পাইকগাছা উপজেলা স্মৃতিসৌধে ৭১ এর রণাঙ্গনে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আজ সকালে মুক্তি যুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী সহকারে শতাধিক সদস্য স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পাঠাগার কার্যলয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাঃশেখ শহীদ উল্লাহ বলেন দীর্ঘ দিন যাবৎ জামাত
বি এন পি ও স্বাধীনতা বিরোধীরা মুক্তি যুদ্ধের ইতিহাসকে বিবৃত কর উপস্থাপন করার চেষ্টা করেছে।
নতুন প্রজন্মকে মুক্তি যুদ্ধেরের চেতনা বাস্তবায়নে আগামী দিনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাঠাগারের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দিন, সম্পাদক স্নেহেন্দু বিকাশ, পাঠাগারের সাধারণ সম্পাদক মনোরঞ্জনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি রফিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক সুনীল কুমার মন্ডল, এস এম শাহীদ হাসান যুব লীগ নেতা,বাতিঘরের সভাপতি আসলাম পারভেজ ওহিদুজামান,রঞ্জন বিশ্বাস, মোহাম্মদ শহীদুল্লাহ মোড়ল,আব্দুলাহ এবং ছাত্র লীগ নেতা শুভ মন্ডল শেখ সাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।