“শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে জাককানইবি শাখা ছাত্রলীগের পানি এবং কলম বিতরণ”

0
29

এরশাদ আবির, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের এ-ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি ও কলম বিতরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ শনিবার ৩০শে জুলাই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এলাকায় অভিভাবক ছাউনিতে পানি এবং শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রায় দেড়শো নেতাকর্মীর সহযোগিতায় এ কার্যক্রম শেষ হয়। এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্র সমাজের প্রাণের সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি বর্তমানে দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এদেশের সকল ছাত্র সমাজের মনের মাঝে জায়গা করে নিয়েছে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু নাইম আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন “ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এদেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছে ছাত্রলীগ। তারা সবসময় ছাত্র সমাজের সকল অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিল। তারই ধারাবাহিকতায় ২০২১-২২ সেশনের এ-ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ”। একই ইউনিটের ক্রীড়া সম্পাদক মহিবুর রহমান প্রান্ত বলেন,”আমাদের প্রত্যাশা এই বিদ্যাপীঠে আসা নবীনরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।” উল্লেখ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার অন্যতম একটি কেন্দ্র। দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৩৭টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। এবার বিশ্ববিদ্যালয়টিতে আজকের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৫ শত ২৭ জন, বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৭ শত ৮৩ জন এবং সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫ শত ০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।