নেত্রকোণায় পৃথক অভিযানে ছয় লক্ষ টাকার মালামার জব্দ

0
4

বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধি:-নেত্রকোণার কলমকান্দা উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৬,৬৬,৩০০/- টাকা মূল্যমানের গরু, শিং মাছ ও সুপারি জব্দ করেছে ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া বলেন,রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং কলমাকান্দা ইউনিয়নের টকলেটবাড়ী নামক স্থান হতে গোপন তথ্যের ভিত্তিতে ০২ টি ভারতীয় গরু জব্দ করে।
একই রাতে সাড়ে ৮ টার দিকে দূর্গাপুর উপজেলার ১ নং কুল্লাগড়া ইউনিয়নের সমেশ্বরী নদী এলাকা হতে গোপন তথ্যের ভিত্তিতে ৫৬ টি প্লাস্টিকের বালতিসহ ৭৮৪ কেজি বাংলাদেশী শিং মাছ এবং ০২ টি ডিংগী নৌকা জব্দ করা হয় ও দূর্গাপুর উপজেলার ২ নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত গাজীরকোণা নামক এলাকা হতে ৭৫০ কেজি বাংলাদেশী সুপারি জব্দ করা হয়।
জানা যায়, জব্দকৃত শিং মাছ কাষ্টমস কর্মকর্তার উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রয় এবং গরু ও সুপারি নেত্রকোণা কাষ্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।