
হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উলুখাণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উলুখাণ্ডি এলাকায় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হলে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে পাঠায়।