শ্রীপুরে ছিনতাইয়ের ঘটনার স্বাক্ষী দেয়ায়, চা-ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুর

0
3

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর গোসিংগা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকার তাসমিয়া কসমেটিকস্ লি: কারখানার সামনে, নরসিংদী থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক আটকে ড্রাইভারকে মারধোর করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্যের জেরে, শত্রুতাপোষন করে চায়ের দোকানে হামলা চালায় বখাটেরা। হামলার ঘটনায় চায়ের দোকানদার ভুক্তভোগী জাহাঙ্গীর ৩ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন । অভিযুক্তরা হলেন, কর্নপুর গ্রামের এনামুল হক বাবুলের ছেলে ১.শাকিল (২৪) আতাউর রহমানের ছেলে ২. তানভীর এবং একই গ্রামের কালাম হোসেনের ছেলে ৩.ছানিন (১৯)।ভোক্তভোগী চা ব্যবসায়ী জাহাঙ্গীর জানান,আমার দোকানের সামনে থাকা ট্রাক ট্রাইভারকে আটকে অভিযুক্তরা টাকা ছিনিয়ে নিয়ে যায় ।পরবর্তীতে ঐ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তদন্তে আসে। সেই তদন্তে আমি অভিযোক্তদের নাম ঠিকানা ও পরিচয় প্রকাশ করলে সেই শত্রুতার জের ধরে গত ৪/০৫/২০২৪ ইং তারিখ সকালে আমার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। ঘটনার পরপরই বিষয়টি আমি স্থানীয়গন্যমান্য লোকদের তাৎক্ষণিক জানাই। পরে সুবিচার পাওয়ার লক্ষ্যে থানায় এসে অভিযোগ করি। এমতাবস্থায় আমি ও আমার পরিবার, নিরাপত্তাহীনতায় ভোগছি। অভিযোক্ত আসামীরা যেকোনসময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতেপারে সেই আশঙ্কায় রয়েছি।