আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের খাস কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে পোষাক (স্কুল ড্রেস) কেনার জন্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পারইল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান। বুধবার দুপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস কেনার জন্যে নগদ এই অর্থ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আবু রায়হান, পারইল ইউপি সদস্য মিজানুর রহমান সহ অত্র বিদালয়ের শিক্ষকবৃন্দ।
এসময় পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনে বড় হতে হলে লক্ষ স্থির করে বড় হতে হবে এবং শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা একমাত্র মাধ্যম যাহা জীবনকে সুন্দর ও সম্মানিত করে। যে শিক্ষা অর্জন করেনা তার সামাজিক অবস্থা দেখলেই বুঝতে পারবে। তাই শিক্ষাই ছাত্র জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীদের ৫৩০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।#