পঞ্চগড় প্রতিনিধিঃ সন্ধ্যা থেকে পঞ্চগড়ের আকাশে মেঘের গর্জন ক্রমবর্ধমান বেড়ে চলেছে।১০-০৩-২০২১ বুধবার ভয়াবহ শীলা বৃষ্টি দেখলো পঞ্চগড় জেলার, তেতুলিয়া উপজেলা বাসি।
এমন বৃষ্টির কারণে দুচিন্তায় পড়ছে অনেক কৃষক।মাঠে রয়েছে অনেক অর্থকারি ফসল ব্যপক ক্ষতিকর মনে করছে তারা এই শীলা বৃষ্টিকে। চা বাগান থেকে শুরূ করে মরিচ, টমেটো, বাদাম, গম,আমের মূকুল সহ আরো কিছু সংখ্যক ফসলের জন্য শীলা বৃষ্টিকে ব্যাপক ক্ষতিকর বলে মনে করছে তেতুলিয়া উপজেলার কৃষকেরা।
প্রকৃতিক নিয়মে এমন বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার। এতে হতভিম্ব লোকজন।