
কাউনিয়া, রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার কাউনিয়া বাসস্ট্যান্ড তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল এর নেতৃত্বে এসআই রাসেল পারভেজ এর নেতৃত্বে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ এ সময় মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নীলুর খামার গ্রামের মৃত্যু, শাহজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি গ্রামের মৃত আরব আলীর ছেলে তাজুল ইসলামকে আটক করে। এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল মাদক উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুরে তাদেরকে রংপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।