আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন কুড়িগ্রামে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়ান বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায়
ওয়ান বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজুর সঞ্চালনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন ‘কে ফুলেল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশ কুড়িগ্রামের নন্দিতা চক্রবর্তী, ডা. এস.এম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, লিলাবর্তী দেব, ইউসুফ আলমগীর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এ.আই. নুর মোহাম্মদ বাপ্পি, কোষাধ্যক্ষ ইব্রাহিম আলীসহ অন্যান্য সদস্যগণ।
অনুষ্ঠানে প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের উন্নয়নের লক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছে। এটা কুড়িগ্রামবাসীর জন্য একটা সৌভাগ্যের বিষয়। কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামের যেখানেই হোক উন্নয়নের রোল মডেল হবে কুড়িগ্রাম। এজন্য তিনি সবাইকে এব্যাপারে সহযোগিতা করার আহবান জানান।