কুচলীবাড়ী দোলাপাড়া রাস্তার বেহালদশা

0
5

রাসেল মাহমুদ, পাটগ্রাম প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কুচলীবাড়ী ইউপি দোলাপাড়া রাস্তার নেই কোন পাকাকরণ করার উদ্যোগ। রাস্তাটি তৈরি হওয়ার পড় থেকে কখনো পাকাকরণ করার উদ্যোগ নেয় নি ইউপির সদস্য। বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন ভাবে পাকাকরণ করার কথা বলে নির্বাচিত হয়ে এড়িয়ে গেছে অনেক ইউপি সদস্য। কুচলীবাড়ী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এর মাঝ খানে পূর্ব ও পশ্চিম দিকে রাস্তাটি তৈরি হয়েছে। দোলাপাড়া নামের গ্রামটিতে ৩’শ অধিক পরিবার দুর্ভোগে পড়ছে রাস্তা পাকাকরণ না হওয়ায়। জানা গেছে, দোলাপাড়া গ্রামের মানুষ বর্ষার সময় কাধার জন্য ঘর থেকে বেড় হওয়া কঠিন হয়ে পড়ে অধিক ফসল ফলালে বিক্রি করতে হয় কম মুল্যে ক্ষতি হয় কৃষকের । ফলে রাস্তা পাকাকরণ হলে দোলাপাড়া গ্রামের মানুষ দুর্ভোগ থেকে স্বস্তি প্রকাশ করবে এবং যাতায়াত সুবিধা বাড়বে কুচলীবাড়ী ৪ ও ৫ নং ওয়ার্ড গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বাজারজাতকরণ সুবিধা বাড়াতে রাস্তাটি পাকাকরণ জরুরী । ফলে রাস্তা পাকাকরণ হলে দোলাপাড়া গ্রামের মানুষের উন্নতি হবে শেষ হবে রাস্তার দুর্ভোগ। বিভিন্ন নেতাকর্মীসহ এমপি মহোদয়ের কাছে রাস্তা পাকাকরণ করার জোর আহ্বান জানাচ্ছে এলাকাবাসী।