নেই স্বাস্থ্যবিধি অথচ দেশে চলছে লকডাউন

0
4

নেত্রকোণা প্রতিনিধি:  দেশে লকডাউন কিন্তু উপরের চিত্র দেখে মনে হয় না লকডাউন।দ্বিতীয় ধাপে লকডাউন পরিস্থিতি বাড়ায় কঠোর লকডাউন জারি করে সরকার কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিন্দুমাত্র রেশ নেই তাদের মাঝে।

আজ(২২ এপ্রিল) কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের মাসকা বাজারের এমন হাট বসে।সপ্তাহের বৃহস্পতিবার এই পশুর হাট বসে।বিভিন্ন এলাকায় থেকে মানুষ পশু কেনা-বেচার জন্য সবাই জমায়েত হয়।

প্রাচীনতম বাজারটি সুদীর্ঘকাল থেকে এটার নাম এলাকার কাছে পরিচিত।কিন্তু দেশের করোনা দুঃসময়ে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কোনো সমাধান দিতে যেখানে সরকারও হিমশিম খাচ্ছে সেখানে বাজারের এমন দশা দেখে মনে হয় মহামারী তীব্র থেকে তীব্র।

হাটের সাধারণ মানুষের অভিমত থেকে জানা যায়,উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মচারীরা প্রতিদিন বাজার মনিটরিং,মোবাইলকোর্ট এবং স্বাস্থ্য সুরক্ষা অমান্যকারীদের অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত করছেন কিন্তু এটা তো সরকারী বাজার তাহলে প্রশাসন কেন এর ব্যবস্থা নিচ্ছেন না।