মিয়া মোহাম্মদছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ‘‘ বয়স যদি আঠারো হয়,ভোটার হতে দেরি নয় ’’ এই পতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোঃ সাজ্জাদ হোসেন খান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শ্যামল চন্দ্র পাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার,উপজেলা তথ্যসেবা অফিসার লাকিমা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।