বরকলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপে ৫৫ পরিবারকে ঘর উপহার

0
12

আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর ইদ উপহার হিসেবে পাওয়ায় সারাদেশের উপকারভোগীর মাঝে বইছে আনন্দধারা।আগামী ২৬ শে এপ্রিল জমিসহ উক্ত পরিবারগুলোকে ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।
প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যার কারণে ঘরগুলো হবে মজবুত ও দীর্ঘস্থায়ী।
অবকাঠামো নির্মাণেও আগের তুলনায় এসেছে অনেক পরিবর্তন। আগে ইটের ভিত ও কলাম ছিল। শুধুমাত্র জানালা ও দরজায় লিংটেল ছিল। এবারে আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেড বিম ও কলম দেওয়া হয়েছে। পুরো ঘরে লিংটেল দেওয়া হয়েছে।
দুই শতক জায়গার উপর নিয়ে দুইটি শোবার ঘর, রান্নাঘর ও বাথরুম। ইটের দেয়াল, উপরে টিনের চাল।
এ বিষয়ে আজ বরকল উপজেলা প্রমাসনের উদ্যোগে বরকল উপজেলা কমপ্লেক্সের মিলনায়তনে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানা,মহীলা ভাইসচেয়ার সুচিরিতা চাকমা,বরকল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো আরিফুল ইসলাম,নিরত বরন চাকমা ও পলাশ চাকমাসহ বিভীন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও মো জুয়েল রানা জানান,বরকল উপজেলা একটি দুর্গম ও পাহাড়ী উপজেলা।এ উপজেলার একমাত্র যাতায়াতের মাধ্যম নদীপথ।এ উপজেলার ৫টি ইউনিয়ন হলো সুবলং, বরকল,আইমাছড়া, ভু্ষনছড়া, বড় হরিণা।বলতে গেলে এখানকার প্রত্যেকটি ইউনিয়নই দুর্গম।
মাননীয় প্রধানমন্ত্রী ও তার বিচক্ষণতার ফলসরূপ ভুমিহীন ও গৃহহীনদের জন্য যখন থেকে প্রকল্প গ্রহন করেন তখন থেকেই এ উপজেলার মানুষের মাঝে ভুমিহীন ও গৃহহীন হিসেবে ঘড় পাওয়ার আকুলতা লক্ষ করা যায়।এ প্রেক্ষিতে উপজেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ম পর্যায়ে ১৯টি ঘড় ও জমি পায় ভুমিহীন ও গৃহহীন পরিবার।
বর্তমানে চলমান ৩য় পর্যায়ে গৃহনির্মাণের ক্ষেত্রে উপজেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ৬০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছিলো।প্রস্তাব প্রেরন পুর্ববর্তী উপকারভোগী পরিবার যাচাই-বাচাই এর নিমিত্তে কমিটি
গঠন করে ইউপি চেয়ারম্যান, মেম্বার,হেডম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ পিআইসি কমিটিকে নিয়ে সরেজমিনে প্রত্যেকের ঘড় পরিদর্শণ করা হয় এবং আশেপাশের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে।যার মধ্যে সুবলং ইউপিতে ১৬টি,বরকল ইউপিতে ১০টি,আইমাছড়ায় ১০টি,ভুষনছড়া ইউপিতে ২১টি, বগ হরিণায় ৩টিসহ মোট ৬০টি পরিবার নির্বাচন করা হয়।
প্রত্যেকটি ঘড় যথাযত নকশা ও নির্মাণ ম্যানুয়াল মেনে নির্মান করা হয়েছে।পিআইসি কমিটির সার্বক্ষণিক তদারকির মাধ্যমে উক্ত ঘড়ের কাজগুলো সম্পাদন করা হয়েছে।
এছাড়াও উক্ত প্রেস ব্রিফিংয়ে ইউএনও মো জুয়েল রানা আরো বলেন,ভুমিহীন ও গৃহহীনদের ঘড় নির্মান তথা আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধান মন্ত্রীর একটি অত্যান্ত মহতী ও সৎ উদ্যোগ।এ উদ্যোগের আংশীদার হতে পেরে তিনি নিজেদের গর্বিতবোধ করার বিষয়টি তুলে ধরেন।এ উদ্যোগকে বরকল উপজেলা প্রশাসন একটি জনকল্যাণমুলক ইবাদতের সামিল বলে তিনি মনে ধারন করছেন।
উল্লেখিত ৬০টি ঘড়ের মধ্যে আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রীর মাধ্যমে ৫৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন নির্মিত গৃহ ও জমি হস্তান্তর করা হবে।