
বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০ ছাড়াল।দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় ৬৫বছর বয়সী একজন পুরুষ ও বারহাট্টা উপজেলার বাজার এলাকার ৬৫ বছর বয়সী একজন পুরুষ।মৃতের মাধ্যেমে বিষয়িটি নিশ্চিত হয়। নেত্রকোনা সিভিল সার্জন মো: সেলিম মিয়া শুক্রবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৫ জন। তিনি আরো জানান, নিহতরা করোনা পজেটিভ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।গত ২৪ ঘন্টায় জেলায় মোট ২৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ১৫জন। এ দিন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, দুর্গাপুরে ২ জন, কেন্দুয়ায় ৭ জন, বারহাট্টায় ৩ জন, পূর্বধলায় ১ জন, আটপাড়ায় ১ জন ও কলমাকান্দায় ১ জন।