
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আজ হটাৎ করে রুপসী গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে পড়লো। সকাল ১০টা থেকে রাস্তায় গাড়ী চলাচলে বাধা সৃস্টি করতে থাকে তারা। জানা গেছে দুই মাসের বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রুপসী গার্মেন্টের শ্রমিকরা ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছে। ফলে অবরোধের দু’পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজট তৈরী হয়েছে। চাষাড়া থেকে জালকুড়ি পর্যন্ত যানযট ছিলো। গরমে, যানজটে যাত্রীরা দূর্ভোগ পোহালো। সবাই যানযটের ভয়ে চাষাড়া থেকে হেটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলো। অনেক মানুষ জানালো যে, রমজান আসলেই গার্মেন্টসের কর্মীদের সমস্যা দেখা দেয়। এটা কোন নতুন বিষয় না। এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা থাকা দরকার বলে মনে করেন সকলে।