
রাজীব প্রধান, শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ-গাজীপুর জেলার ৫ টি থানার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন ।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সেপ্টেম্বরের মাসিক অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব এস এম সফিউল্লাহ (বিপিএম বার)। অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা আক্তার। অতিরিক্ত পুলিশ সুপার (সদর)ডাঃনন্দিতা মালাকার সহ গাজীপুর জেলার সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভার শুরুতে সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এস,আই নয়ন ভূইয়াসহ দুইজনকে পুরস্কৃত করা হয়।থানা সূত্রে জানা যায়, শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন, মহামারী করোনা কালীন সময়ে প্রতি জুমা নামাজে মসজিদে মসজিদে গিয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। এবং এই কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন। এছাড়াও মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন। এছাড়ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে মনোনীত করা হয়। এর আগে সাফল্যমন্ডিত বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন চৌকস এই ওসি। ইতোমধ্যে তিনি মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সব মহলে প্রশংসিত হয়েছেন। তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাস দমন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন।