বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে হামলার উস্কানিদাতা গ্রেফতার

0
32

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে হামলার মূল উস্কানিদাতাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শামীম ওই এলাকার ফুল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা গ্যাসফিল্ড হামলার মূল প্ররোচককে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় ধ্বংসলীলা চলাকালে শামীম নামের ওই যুবক তার ফেসবুক অ্যাকাউন্টে সদর উপজেলার ঘাটুরার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে হামলার কথা বলে অনুরোধ জানান। মূলত এর পরই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে ব্যাপক হামলা চালান হেফাজতের নেতাকর্মীরা। এ সময় গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ওই অফিসে থাকা ১০-১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফলে ওইদিন রাত থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের গ্যাস সংযোগ বন্ধ ছিল এবং সাধারণ মানুষ বাড়িঘরে রান্নার কাজ নিয়ে পড়েন দুর্ভোগে। এই ঘটনায় গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি মামলা দায়ের করে।