কর্ণফুলীতে ৮ হাজার লিটার তেলসহ গ্রেপ্তার ১।

0
9

দেবাশিষ গোলদার,চট্রগ্রাম:কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমীরপুর এলাকা থেকে ৮ হাজার লিটার তেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কর্ণফুলীতে ৮ হাজার লিটার তেলসহ গ্রেপ্তার ১।
কর্ণফুলীতে ৮ হাজার লিটার তেলসহ গ্রেপ্তার ১।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০)। উদ্ধারকৃত এসব তেল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ভাড়া ঘরে টিন ও প্লাস্টিকের কন্টেইনারে মজুদ করে রাখেন বাল্লা। গত শুক্রবার বিকালে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার বাল্লা শাহমীরপুর এলাকার মৃত মো. আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা শিপ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ডিজেল বা তেল সংগ্রহ করে কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার।