গজারিয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

0
13

মোঃ হৃদয় হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ (শনিবার) ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি, দীপ্ত টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশের খবরের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক, দৈনিক আজকালের খবর ও দৈনিক রজতরেখা পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল দেওয়ানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক সমকাল পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন আহমেদ, বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি নেয়ামূল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবু, দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক ঢাকার ডাকের গজারিয়া প্রতিনিধি আলমগীর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাল্গুনী টিভির গজারিয়া প্রতিনিধি সোলেমান শিকদার। বাকীদের নির্বাহী সদস্য করা হয়েছে।