সারা দেশের মতো মহেশ্বরীপুর ইউনিয়নে ও পালন হয় ১৫ আগষ্ট

0
13

শুভ মন্ডল-কয়রা উপজেলা প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণে খুলনা জেলা।আর এই জেলার সর্ব শেষ সুন্দর বনের কোল ঘেঁষে অবস্থিত কয়রা উপজেলা। আজ 15 আগষ্টে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার করেছে আজকের দিনটি।কয়রা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হলো মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ।

আজকের এই শোক দিবস উপলক্ষে মহেশ্বরীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার সরদার বক্তব্যে বলেন।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও উন্নত হতো,সে জন্য স্বাধীনতা বিরোধী রাজাকাররা নীল নকশার মাধ্যমে বঙ্গবন্ধু এবং স্বজনদের ৪৬ বছর আগে স্বপরিবারে হত্যা করেছে।

মানবতার মা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশ কে বিশ্বের রোল মডেল হিসেবে তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।৪৬ তম শাহাদত বার্ষিকীতে নেতাকর্মীদের উদ্দেশে এ সব কথা বলেন তিনি।

আগামীতে সমগ্র নেতাকর্মীদের এক সঙ্গে মিলে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করার অনুরোধ করেন।

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অবনিশ কুমার সরদার,ইউপি সদস্য জি এম সরফরাজ বাবু সহ ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।