যশোর প্রতিনিধিঃ
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার-এর যুগ্ম-আহবায়ক অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বাবু দুলাল অধিকারী, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবু জাফর মনি, সদস্য আব্দুল জব্বার, জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ইমামুল হাসান সবুজ, উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল হাবিব জগলু, জাতীয় শ্রমিকলীগ ঝিকরগাছা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মাহাবুর হাসান বরি, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ইকরামুল করিম সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম মিন্টু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান রুনা,
অনুষ্ঠান পরিচালনা করেন শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার এর যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম পশারি।