মুহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং

0
2

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি:  করোনা মহামারীর মধ্যে চলমান লকডাউনে সকল নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার স্থীতিশীল রাখতে আজ শনিবার (২৪ এপ্রিল ) দুপুরে মহম্মদপুর উপজেলার বিভিন্ন জায়গাতে বাজার মনিটরিং করেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।

এ সময়ে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করা হয়।

এ ছাড়াও পাইকারি ও খুচরা বিক্রেতাদের ক্রয় রশিদ সংরক্ষিত রাখা, দোকানে মূল্য তালিকা টাঙ্গানো, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করা, পঁচা-বাসি খাবার বিক্রি না করা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযানটি পরিচালনায় সহযোগিতা করে মহম্মদপুর থানা পুলিশ।
এ সময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় কয়েক জনকে অর্থদন্ড প্রদাণ করে ভ্রাম্যমাণ আদালত।

মহম্মদপুর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী বলেন, এখন রমজান মাস নিতপণ্যের দাম বৃদ্ধি আসলে দুঃখ জনক। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন হয়ে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।