
যশোর প্রতিনিধি:
যশোরবাসীর মধ্যমনি, জননেতা জনাব অনিন্দ্য ইসলাম ভাই এর ব্যবস্থাপনায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত জাতীয়তাবাদী “কোভিড-১৯” হেল্পটিম, যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনের ন্যায় আজও (২৭/০৭/২০২১,মঙ্গলবার) তাদের নিয়মিত রুটিনের কাজ করে যাচ্ছিল হঠাৎ করোনা টেস্টের নমুনা দিতে আসা গুরুতর অসুস্থ একজন মুরুব্বি চাচা ভ্যান থেকে পড়ে গেলে তাকে সাথে সাথে উঠিয়ে নিয়ে জরুরী বিভাগে তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা এবং তাঁকে হসপিটালে ভর্তির ব্যাপারে তার সাথে আসা পরিবাবের সদস্যদেরকের সাহায্য করে, জাতীয়তাবাদী “কোভিড-১৯” হেল্পটিমের সদস্যবৃন্দরা। বিঃদ্রঃ- ভর্তির পরে তাঁর নমুনা টেস্ট করে জানা গেল মুরুব্বী চাচার করোনা পজেটিভ।