
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি: আজ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে এক বিপথগামী হানাদার বাহিনীর হাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

সেই নির্মম হত্যাকান্ড থেকেই ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।আজ সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ কতৃক শ্রদ্ধান্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন সহ সকল নেতাকর্মীবৃন্দ।