লোহাগড়া সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

0
2
মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়া সাহিত্য পরিষদের জানুয়ারী মাসের মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় রামনারায়ণ পাবলিক লাইব্রেরী হলে এই কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। বিএম লিয়াকত হাসান এর সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থতি ছিলেন সাহিত্য পরিষদের সম্পাদক সরদার গোলাম মোস্তফা,যুগ্ম সম্পাদক কবি সৈয়দ খায়রুল আলম,কবি বেলাল সানি,সাহিত্য সম্পাদক ভরত চন্দ্র বিশ্বাস,ডক্টর ওয়াহিদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ডঃ মোঃ ওয়াহিদুর রহমান,লোহাগড়া সাহিত্য প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ হুমায়ুন কবির,কবি সৈয়দ শাহাজাদা , টিপু সুলতান সহ আরও অনেকে। কবিতা পাঠে অংশ নেয় সাহিত্য পরিষদের সদস্য বেগম শেফালি বিশ্বাস, মাসুদা ওদুদ,রাজিবুল ইসলাম, স্বর্ণলতা ঘোষ,মোঃ মিলন, সম্পাদক সরদার গোলাম মোস্তফা, ভরত চন্দ্র বিশ্বাস, শেখ হুমায়ুন কবির, আলোচনায় গতমাসে এলাকার কৃতি সন্তান প্রয়াত কবি আব্দুল গফুর এবং কবি ফকির নাজমুল শামীম এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করে বিদেহী আত্নার শান্তি কামনা করা হয়। তাদের স্মরণে আগামী সাহিত্য পত্রিকা সংখায় কবিতা ও প্রবন্ধ লেখা আহব্বান করা হয়। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে।