খুলনা জেলা প্রতিনিধি:
কমিটির প্রতিবাদ সভা। নিজস্ব প্রতিবেদক। জেল হত্যা দিবসে সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা জেলা কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বিকাল ৩ টায় টুটপাড়া সেন্ট্রাল রোডের অস্থায়ী কার্যালয় সংগঠনের সহ-সভাপতি নিশিত রঞ্জন মিস্ত্রীর সভাপতিত্বে সংগঠন টির সাংগঠনিক সম্পাদক শিক্ষক সুব্রত কুমার মিস্ত্রী সঞ্চালনায় জেলহত্যা দিবস এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় চার নেতার জেলখানায় রেখে হত্যা করার জন্য তীব্র নিন্দা জানানো হয়। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই হত্যার প্রতিবাদে।প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে হত্যাকারীদের এখন সামাজিক বিচার হতে হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহ। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক ধ্রুব শংকর রায়,যুবনেতা কনক সরকার,যুব নেতা জি এম শারাফাত হোসেন রানা,ছাত্রনেতা চিরঞ্জিত মন্ডল, প্রমূখ।